দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ সংসদীয় আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আরো করোনা আপডেট কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী প্রফেসর ড. গোলাম মোস্তফা কামাল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মো. আবু বাকার, জাকের পার্টি প্রার্থী এডভোকেট টিপু সুলতান, বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী মনিরুল আনোয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন প্রার্থী হাসান মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বুধবার লাকসাম সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল এবং জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার লাকসাম সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মো. আবু বাকার, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী মনিরুল আনোয়ার এবং জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জাতীয় পার্টি প্রার্থী প্রফেসর ড. গোলাম মোস্তফা কামাল ও জাকের পার্টি প্রার্থী এডভোকেট টিপু সুলতান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন প্রার্থী হাসান মিয়া।

এছাড়াও মনোহরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *