অনলাইন ডেস্কঃ
দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
দেশের বাজারে সব থেকে ভালো মানের স্বর্ণ ২২ ক্যারেট প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৩৮২ টাকা করা হয়েছে।
বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলেও জানিয়েছে সমিতি।