দেশে গড় আয়ু বেড়ে ৭২.৮ বছর

আবহাওয়া পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ দেশে মানুষের গড় আয়ু ২০২০ সালে দশমিক দুই বছর বেড়ে ৭২ দশমিক আট বছরে দাঁড়িয়েছে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৯ সালে গড় আয়ু ছিল ৭২ দশমিক ছয় বছর। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এদিন সকালে বিবিএস কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করেন।

পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বেড়েছে উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে পুরুষের গড় আয়ু বেড়ে ৭১ দশমিক দুই বছর ও নারীদের ৭৪ দশমিক পাঁচ বছরে দাঁড়ায়। যা ২০১৯ সালে ছিল যথাক্রমে ৭১ দশমিক এক বছর ও ৭৪ দশমিক দুই বছর।
মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার, গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর৷
প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে গড়ে প্রতি বছর দশমিক ২৪ বছর হারে আয়ু বেড়েছে। অর্থাৎ পাঁচ বছরে গড় আয়ু এক দশমিক দুই বছর বেড়েছে।

পুরুষের ক্ষেত্রে দশমিক নয় বছর ও নারীদের ক্ষেত্রে এক দশমিক ছয় বছর বেড়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।
সূত্রঃ ইত্তেফাক

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.