দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৯৯ :দূর্বারবিডি

আবহাওয়া জাতীয় স্বাস্থ্য
শেয়ার করুন...

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৭৯৯ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৭ জন পুরুষ এবং নারী ১০ জন। গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ২৪২টি। অ্যান্টিজেন পরীক্ষাসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮২৮টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.৬৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৪৯ শতাংশ। মোট মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমকি ০৯ শতাংশ। তথ্যঃ ইউএনবি নিউজ


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.