আষাঢ় শুরু হওয়ার পর সারা দেশেই দিনে-রাতে বৃষ্টি হচ্ছিল। কিন্তু গত রাতে দেখা গেল ভিন্ন চিত্র। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টি দেখেছে গোটা দেশ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাতেই। রাত ১২টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও খুলনায়। এরপরই অন্যান্য বিভাগের তুলনায় বেশি বৃষ্টি হয় ঢাকায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে ৭৯ মিলিমিটার। এ ছাড়া উল্লেখযোগ্য অন্যান্য অঞ্চলের মধ্যে সন্দ্বীপে ৭০, চাঁদপুরে ৫৭, চট্টগ্রামে ৪৯, ঢাকায় ২৮ ও খুলনায় ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।