গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৪৬৫ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১২ হাজার ১৪৮ জন শনাক্ত হয়েছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৩৬ জন এবং এখন পর্যন্ত ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৫টি নমুনা সংগ্রহ এবং ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৭১ লাখ ৮৬ হাজার ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।