দেশে করোনায় আরও ১৮৫ মৃত্যু, নতুন শনাক্ত ৮৭৭২

করোনা আপডেট জাতীয় পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ১৬ হাজার ১৮৯ জনের মৃত্যু হলো।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৮ হাজার ৭৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনের শরীরে করোনা শনাক্ত হলো।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬।

উল্লেখিত ২৪ ঘণ্টায় মৃত ১৮৫ জনের মধ্যে ১২১ জন পুরুষ ও ৬৪ জন নারী- এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের মধ্যে ৭০ জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় ৫১, চট্টগ্রামে ২০, রাজশাহীতে ১৩, বরিশালে ১০, সিলেটে ৭, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ৫ হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত মোট ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন করোনা থেকে সেরে উঠেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৭ জুন থেকে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা একশ’র উপরে। এর মধ্যে গত ৭ জুলাই বুধবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.