অনলাইন ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৩৯ জনের জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮২ জনে।
এছাড়া একদিনে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৮০৪ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯ টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৭ টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।
এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন আরও ৮৪৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮ জন, চট্টগ্রামে ৩১, রাজশাহীতে ১৫, খুলনায় ১৭, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ৮ এবং ময়মনসিংহে ১০ জন রয়েছেন।
নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের ৭২ জন পুরুষ এবং ৬৭ জন নারী।