দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৭.১ ডিগ্রি :দূর্বারবিডি

আবহাওয়া পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

পঞ্চগড় জেলায় গত তিন দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা মানুষের সাধারণ জীবনযাত্রা বিঘ্নিত করছে, বিশেষ করে উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, মঙ্গলবার (২২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

এর আগে তেঁতুলিয়ায় গত সোম ও রবিবার যথাক্রমে সর্বনিম্ন ৭.৫ এবং ৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এছাড়া ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলায় হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশের উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী শহর তেঁতুলিয়ায় প্রতি বছরই চরম শীত অনুভূত হয়।

গত বছরের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় ২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড করা তাপমাত্রা।

এদিকে মঙ্গলবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে সকালে এক বুলেটিনে জানায় আবহাওয়া অফিস।

গোপালগঞ্জ, কুমিল্লা, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুকনো থাকতে পারে।

দেশের নদীর অববাহিকার অঞ্চলগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অন্যান্য অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঢাকা ট্রিবিউন


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.