দেশের অতিদরিদ্র উপজেলায় ত্রাণ হাজির ডা.শফিকুর রহমান

আবহাওয়া আরো রংপুর সারাদেশ
শেয়ার করুন...

রাজীবপুর সংবাদদাতাঃ
আজ ২২জুন বুধবার সকাল ৯ টায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ৩নং মোহনগঞ্জ ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ কালে তিনি বলেন,সারাদেশে বন্যার ভয়াবহ অবস্থা ধারণ করেছে সিলেট,সুনামগঞ্জ,কুড়িগ্রাম,গাইবান্ধা,সিরাজগঞ্জ ও দেশের অতি দরিদ্র আপনাদের রাজীবপুর উপজেলা সহ যেসকল এলাকা বন্যায় ক্ষতি গ্রস্ত হয়েছে সে-সকল এলাকার মানুষের জন্য সবাইকে দোয়া কামনা করতে হবে এবং ধৈর্য্যের সাথে সকল বিপদ -আপদে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। জনগনের দুঃখ দুর্দশার প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করছি, ইসলামী ও কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশ গ্রহণের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

তিনি রাজীবপুর উপজেলার সন্যাসিকান্দি, কেত্তনতারী,শিকারপুর, নাওশলা,গুচ্ছগ্রাম, বড়বের, রাংলা বাজারসহ বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন ও পানি বন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রান পেয়ে হেলেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা বলেন,জামাতের নাম মেলা হুনছি তারা নাকি খুব খারাপ কিন্তু আইজকা নিজের চোহে দেখলাম তারা কতটা ভালো মানুষ।আমরা বানের পানিতে খায়া না খায়া আছি আইজকা তারা আমগোরে জন্যে কতদূর থিকা খাওয়া নিয়া আইছে।

রফিকুল ইসলাম (৭০) নামের এক ব্যাক্তি বলেন,দুইদিন থেইকা পরিবার নিয়া পানির মধ্যে দিন পার করতিছি ঘরে খাওয়া নাই আইজ হুজুররা ত্রাণ নিয়া আইছে আল্লাহ তাগো হাজার বছর বাছায়া রাখুক।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ’র আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী সাবেক আমীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কুড়িগ্রাম জেলা আমীর মাওঃ আব্দুল মতিন ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার,
রাজিবপুর উপজেলা আমীর মাওঃ আব্দুল লতিফ, রৌমারী উপজেলা আমীর, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ স্থানীয় নেতৃবৃন্দ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.