কক্সবাজার প্রতিনিধিঃ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ তথা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন বিভাগের কেন্দ্রীয় পরীক্ষা ২০২২-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মা’হাদ আন-নিবরাসের শিক্ষার্থীরা।
গত ১৫ই মার্চ বেফাকের অধীনে জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হিফজুল কুরআন বিভাগের কেন্দ্রীয় পরীক্ষায় মা’হাদ আন-নিবরাস হতে অংশগ্রহণ করে ১৩জন শিক্ষার্থী। জানা যায়— খুবই উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সকল পরীক্ষার্থী।
পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে, মা’হাদ আন-নিবরাসের সকল শিক্ষক-শিক্ষার্থীকে খুবই আনন্দমুখর আমেজে দেখা যায়। কারণ, এই কেন্দ্রীয় পরীক্ষায় মা’হাদ আন-নিবরাস হতে শতভাগ পাস-সহ ৭জন শিক্ষার্থী মুমতাজ (A+) অর্জন করেছে।
উল্লেখ্য যে— বেফাকের অধীনে অনুষ্ঠিত ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষাটিতে অন্যান্যদের সাথে সারাদেশে ১ম স্থান অধিকার করেছে মা’হাদ আন-নিবরাসের মেধাবী শিক্ষার্থী হাফেজ হামিম মুহাম্মদ নিবরাসি। পাশাপাশি, সারাদেশে অন্যান্যদের সাথে যৌথভাবে ২য় স্থান অধিকার করেছে মা’হাদ আন-নিবরাসের অপর দুইজন মেধাবী শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ রিদওয়ান নিবরাসি ও হাফেজ মুশফিকুর রহমান নিবরাসি।
মা’হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক বলেন— ২০১৮ সালে প্রতিষ্ঠালাভের পর থেকেই মা’হাদ আন-নিবরাসের অর্জন ও সাফল্যযাত্রা অত্যন্ত সুচারুরূপে অব্যাহত রয়েছে এবং তা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের বুকে ইসলামি আধুনিক শিক্ষাব্যবস্থায় আমরা সকল সচেতন অভিভাবকের আদর্শের কেন্দ্র হতে চাই।
মা’হাদ আন-নিবরাসের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা আনসারুল্লাহ জানান— আমাদের মা’হাদের শিক্ষার্থীরা মা’হাদের প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সাড়া জাগিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আমরা আবারও সাফল্যের প্রমাণ রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
মা’হাদ আন-নিবরাসের পরিচালক, সকল শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীগণ মা’হাদের সার্বিক সাফল্যের জন্য সকলের নিকট দুআ চেয়েছেন।