মোঃ আবদুল আউয়াল সরকার,স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।
রোববার (২৭ মার্চ ২০২২ খ্রিঃ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুন নবী তালুকদার প্রমুখ।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি শেষ ধাপে দেবিদ্বারে ১৫ ইউনিয়নের ১৪ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগের দিন ভানী ইউনিয়ন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান মুকুল ভূইয়া মারা গেলে সেখানে নির্বাচন স্থগিত করা হয়।
শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- বড় শালঘর ইউনিয়নে আব্দুল আউয়াল, ইউসুফপুর ইউনিয়নে মো. জাকারিয়া, রসুলপুর ইউনিয়নে শাহজাহান সরকার, সুবিল ইউনিয়নে মোঃ গোলাম সারওয়ার মুকুল ভুইয়া, ফতেহাবাদ ইউনিয়নে কামরুজজ্জামান মাসুদ, এলাহাবাদ ইউনিয়নে মো. নুরুল আমিন, জাফরগঞ্জ ইউনিয়নে জাহিদুল ইসলাম, গুনাইঘর উত্তর ইউনিয়নে মকবুল হোসেন মুকুল, গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে হুমায়ূন কবির, রাজামেহার ইউনিয়নে জসিম সরকার, ধামতী ইউনিয়নে মহিউদ্দিন মিঠু, সুলতানপুর ইউনিয়নে প্রফেসর হুমায়ূন কবির, বরকামতা ইউনিয়নে মো. নুরুল ইসলাম এবং মোহনপুর ইউনিয়নে মো. ময়নাল হোসেন ।
৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১০ জন চেয়ারম্যান নির্বাচিত হন।