দেখা হয়নি

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সাহিত্য সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

আরিফ আজগরঃ

অদূর প্রান্তে বিপন্ন মঙ্গলায়ের-
দৃষ্টি উন্মোচন করে; অনেক কিছুই দেখা হয়নি,
দেখা হয়নি অক্ষরের নিবিড়তায় শ্রান্ত প্লাবনের ধূ ধূ প্রান্তর,
ফসলক্লান্ত সবুজের নিরহংকার সাড়াশি জীবদ্দশা,
বাতাসের বিষণ্ণ প্রেম, শামুকের সঙ্গম।
পাখিদের ডানায় লিখে থাকা বর্ণবাদের কথোপকথন,
ঘরে না থাকা তেল, নুনের খালি বয়াম, ওসব কিছুও;
তবে কি চোখদুটো শুধু শুধুই-
মেলে রাখা ছিল এতদিন!
এতদিন ধরে চোখের সীমান্ত খুলে দেখা হয়েছে যা,
তা কিছুই নয়! মোটেই নয়!!
দিন দিনের নতুন দেখায় অনেক তলিয়ে আগের দেখার সকল মুগ্ধতা।
সকল হিসেবে মরিচিকা ঢেলে নতুন দেখা বলে উঠে হঠাৎ,
বলে উঠে কোনো ঔদাসিক বাউলের মতো!
কোনো পৌরাণিক অথবা আর্যের মতো!
যতো সুতো আছে নীল এই টি-শার্টের বুননে,
তারও অধিক দেখা-অদেখার প্রাচুর্য গড়ে উঠবে লোকালয়ে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.