দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা

আইন-অপরাধ ময়মনসিংহ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

আশরাফুর রহমান রাহাত, জামালপুর সংবাদদাতাঃ
দেওয়ানগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সিলগালা ও জরিমানা করা হয়।
২৫ মে বিকেল ৫টায় র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ানগঞ্জ কামরুন্নহার সেফা সাবিনা ইয়াসমিন এর উপস্থিতিতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় অবৈধ ও অনুমোদনহীন ভাবে হাসপাতাল ও ডাযাগনস্টিক সেন্টার পরিচালনা করার অপরাধে ১। সুরভী ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ও ২। আধুনিক ডায়াগনস্টিক এন্ড হাসপাতালকে সিলগালা, ৩। বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ২০,০০০/- টাকা, ৪। বিসমিল্লাহ জেনারেল হাসপাতালকে ৩০,০০০/- টাকা এবং ৫। রাফি ডায়াগনস্টিক সেন্টারকে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমান-৭০,০০০/- (সত্তর হাজার) টাকা। এ ধরণের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.