অনলাইন ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম তদন্তে সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন।
সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।
দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি এবং তার তদন্ত করা মামলাগুলো পুনতদন্তে পাঠানোর বিষয়টি খতিয়ে দেখতে সংসদীয় কমিটি গঠনের দাবি জানান রাশেদ খান মেনন।
বক্তব্যে তিনি বলেন, ‘ওই কর্মকর্তার চাকরিচ্যুতির পেছনে শক্ত হাত আছে।’
কোনো ধরনের নোটিশ ছাড়া শরীফ উদ্দীনকে চাকরিচ্যুত করা অসাংবিধানিক বলে উল্লেখ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দলের এই নেতা।
তিনি বলেন, ‘দুদক যে কর্মকর্তাকে ২ দিন আগে অতিউত্তম বলেছিল, কী কারণে তাকে এক খোঁচায় চাকরিচ্যুত করা হলো।’
‘ওই কর্মকর্তা কক্সবাজারে ভূমি অধিগ্রহণ, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া, চট্টগ্রামের এলআর শাখায় দুর্নীতি, রেলওয়েতে নিয়োগসহ কিছু বিষয় তদন্ত করছিলেন। যেগুলো জাতির জন্য গুরুত্বপূর্ণ,’ যোগ করেন রাশেদ খান মেনন।