রায়হান বারিঃ
মিথ্যা কথা পাপের মাতা
তবু বলি ভাই,
দেখছি ঘুরে জগৎজুড়ে
এর মাঝে সুখ নাই।
মিথ্যা আনে আপন পানে
ধ্বংস করে নেক,
পড়লে খাদে যায় না পাদে
চেষ্টা করে ঠেক।
মিথ্যা’র চাষ খায় শুধু বাঁশ
এই জগতে তায়,
ফল ভালো নয় মিথ্যা’র জয়
পায়’না ভালো রায়।
সত্য কথায় চিন্তা মাথায়
থাকে নাকো ভাই,
মিথ্যার মাঝে ভয়টা সাজে
হৃদে লাগে ঘাই!
সত্য খুঁজে দেখো বুঝে
আছে তাতে সুখ,
মিথ্যাবাদীর চলন অধীর
দীপ্ত হয় না মুখ।