দিনে-দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত

আইন-অপরাধ আরো পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

নাইমুর রহমান বিপ্লব, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোন শাখার ব্যাংক কর্মকর্তা মইনুল হোসেনকে ছুরিকাঘাত করেছে শামীমা নামের এক মহিলা। আহত ব্যাংক কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আক্রমনকারী মহিলাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, সোমবার (১৪ আগস্ট) বেলা পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে বিপরীত পাশের গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সেলিম হোসেন।

তিনি বলেন, মইনুল গেট দিয়ে বের হতেই তারা গলায় জবাই করার মতো ছুরি টেনেছে। মারাত্মক আহত হয়েছে। আল্লাহ রহম করলে হয়ত বাঁচতে পারে। ওই মহিলা ক্যাম্পাস পাশ্ববর্তী বিত্তিপাড়ায় বাড়ি বলে জানা গেছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.