হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার কেশবপুর গ্রামে ঘোড়া জবাই করে দাওয়াত করে লোক খাওয়ালেন ছামিউস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকরা। ঘোড়ার মাংস জানার পর এলাবাসির মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদ্রাসাটি বন্ধের জন্য প্রশাসনের নিকট আবেদন করেছেন এলাকাবাসীরা। তাদের মতে দুর্গম এলাকায় এমন মাদ্রাসা সন্দেহজনক। তবে মাদ্রাসা শিক্ষক বলছেন ঘোড়ার মাংস খাওয়া হারাম নয় বরং এটা হালাল। বিষয়টি নিয়ে সরজমিনে তদন্তে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ও সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ।