
লাকসাম প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে লাকসাম উপজেলার ৪ নম্বর কান্দিরপাড় ইউনিয়নে ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
১১ জানুয়ারি (রোববার) “গণভোট ২০২৬, সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত প্রচারণায় সকল ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ভোটের গাড়ির মাধ্যমে এলাকায় সাধারণ ভোটারদের নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতন করা হয় এবং গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রচারণাকালে ভোটারদের নির্বিঘ্ন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা কামনা করা হয়।
ভোটের গাড়ির প্রচারণা চলাকালে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা। এ ছাড়া কান্দিরপাড় ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ ভোটাররা এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ধরনের প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।
