তেঁতুলিয়ায় ২৫ মার্চে গণহত্যা পালিত

আরো পরিবেশ রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

জুলহাস উদ্দীন উপজেলা প্রতিনিধিঃ
তেঁতুলিয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার ২৫ মার্চ সকাল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে উপজেলা হলরুমে গণহত্যার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বশির আলম, বীর মুক্তিযোদ্ধা আ্ইয়ুব আলী উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল এমদাদুল হক, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

২৫ মার্চে গণহত্যা দিবস কে ঘিরে সকল ইউনিয়ন পরিষোদে প্রমান্য চিত্র প্রদশনী,১৯৯১রাতে নিহতের স্বরণে বিষেশ মোনাজাত বাদ জোহর, সন্ধা ৭টায় তেঁতুলিয়া তেতুলতলায় মোমবাতি প্রজ্বলন,সমগ্র উপজেলায় রাত ১০.৩০ প্রতীকী ব্লাক আউট ১ মিনিট পালন করা।

এসময় বক্তারা ২৫ মার্চে গণহত্যা দিবসের গুরুত্ব তাৎপর্য এর অন্তর্নিহিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.