তেঁতুলিয়া সংবাদদাতাঃ
তেঁতুলিয়ায় জুয়ার টাকা না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন হাসমত (৩৫) নামের এক যুবক। গত মঙ্গলবার বিকেলে চা বাগানের কীটনাশক (বিষ) পান করার একদিন পর বুধবার রাত সাড়ে ১০টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মারা যায়। সে উপজেলার সদর ইউনিয়নের গবরা নদী সংলগ্ন আজিজনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত. সফিকুল ইসলামের জ্যৈষ্ঠ পুত্র। এ ঘটনায় হাসমতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার বিকেলে তার লাশ পরিবারের কাছে পৌছে।
পরিবার ও স্থানীয়রা জানায়, হাসমত জুয়া খেলায় আসক্ত ছিলেন। কিছু দিন আগে তার মা হাজেরা খাতুন বীর মুক্তিযোদ্ধা স্বামীর নামে ৩ লাখ টাকা ব্যাংক ঋণ উত্তোলনের পর হাসমত ও আজমত দুই ছেলেকে এক লাখ টাকা করে দিয়ে দেন। কিন্তু সে টাকা জুয়া খেলে শেষ করে আবারও টাকা নেয় মার কাছ থেকে। তৃতীয়বার টাকা চাইতে গেলে মা টাকা আর দিতে রাজি না হওয়ায় বিষ পান করে হাসমত। পরে তাকে তেঁতুলিয়া হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে একদিন চিকিৎসারত থাকার পর বুধবার রাত সাড়ে ১০টার দিকে মারা যায় হাসমত।
নিহতের মা হাজেরা খাতুন কান্নাঝরা কন্ঠে বলেন, আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা। কয়েকদিন আগে ব্যাংক থেকে ৩ লাখ টাকা লোন তুলেছিলাম। সেখান থেকে দুই ভাইকে দুই লাখ টাকা দিয়ে দেই। হাসমত এ টাকা পাওয়ার পর আবারও টাকা চায়। টাকা দেই। জানতে পারি সে টাকা জুয়া খেলে শেষ করে দিয়েছে। পরের বার টাকা চাইলে দিতে রাজি হইনি। টাকা না পেয়ে সে বিষ খায়। কে জানতো এরকম করবে ছেলেটা। তাহলে তো সব টাকা দিয়ে দিতাম। হাসমতের স্ত্রী ও তিনটি ছেলে রয়েছে। দাম্পত্য জীবনে তাদের কোন কলহ ছিল না।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) জাহেরুল ইসলাম যুবকের বিষপানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।