তৃতীয় বিশ্বযুদ্ধ (কবিতা)

আরো ইসলামিক ঢাকা পরিবেশ প্রবাস সারাদেশ
শেয়ার করুন...

ইমাম হারুনঃ

সময় কম প্রস্তুতি নাও
সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ,
পৃথিবী থাকবেনা চলমান অবস্থায়
দুই ভাগে হবে বিভক্ত।

তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম রাউন্ডে
খেলবে খেলা দু’পক্ষ খ্রিষ্টান,
তাদের সমর্থনে বিভক্ত হবে
হিন্দু, বুদ্ধ ও মুসলমান।

প্রথম রাউন্ডেই খ্রিষ্টানের বিদায়
থাকবে হিন্দু, বুদ্ধ, মুসলিম,
দ্বিতীয় রাউন্ড হবে গৌরবের লড়াই
শুরুতে শহীদ হবে অসংখ্য মুসলিম।

তারপেরও মুসলিম বিজয়ী হবে
চলে যাবে তৃতীয় রাউন্ডে,
খেলবে তাদের সাথে দাজ্জাল
সে এখনো প্রকাশ হয়নি বিশ্বভ্রম্মান্ডে।

পরমাণু যুদ্ধ মানে সবশেষ
ফিরবে বল্লম,তীর,তলোয়ার,
সেদিন হাতি,ঘোড়া,উট
যুদ্ধের তরে হবে ব‍্যবহার।

এমনি এক যামানায় শুনতে পাবে
পৃথিবীতে দাজ্জালের হয়েছে আবির্ভাব,
সতর্কের সহিত লড়াইয়ের প্রস্তুতি নিও
সে বিশ্বে ছড়াবে বড় বড় মহাপাপ।

দাজ্জালের মোকাবেলায় দুর্বল মুসলিম
পদে পদে হবে নাস্তানাবুদ,
প্রকাশ হবেন মেহেদী (আঃ)
দাজ্জালের করবেন তিনি প্রতিরোধ।

এরি মধ্যে আকাশ হতে
ঈসা (আঃ) আসবেন নেমে,
হত্যা করবেন দাজ্জালকে তিনি
মুসলিম বিজয়ী হবে ধরাধামে।

পৃথিবী আবার প্রাণ ফিরে পাবে
প্রতিষ্ঠিত হবে বিশ্বে ইসলামি শাসন,
মেহেদী (আঃ) হবেন বিশ্ব কর্ণধার
শান্তি ও নিরাপত্তা পাবে প্রতিটি জীবন।
======


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *