তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই নিলেন ভাইয়ের প্রাণ

আইন-অপরাধ আরো ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামালপুরের মেলান্দহে দুই ভাইয়ের সংঘর্ষে ছোট ভাই দুলাল উদ্দিন (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পাঁচ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর,আজ বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হাফেজা বেগম (৫৫) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রশিদকে (৬৫) আটক করেছে পুলিশ। নিহত দুলাল উদ্দিন উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের মৃত জসি মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে টিনের চালের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের এক পর্যায়ে বড় ভাই আব্দুর রশিদ দেশীয় অস্ত্র দিয়ে ছোট ভাই দুলাল উদ্দিন ও তার স্ত্রীর হাতে এবং মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দুলাল ও তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মারা যান।

এ বিষয়ে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় মারামারির একটি অভিযোগ রয়েছে এখনও মামলা হয়নি। অভিযুক্ত রশিদ জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ হেফাজতে আছেন।’


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.