তিন পার্বত্য জেলার নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

রাঙ্গামাটি সংবাদদাতাঃ
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে পার্বত্য চট্টগ্রামের ( রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবন) জন্য দেওয়া অযৌক্তিক শর্ত বাতিল এবং হালনাগাদ ভোটার তালিকার সময়সীমা বৃদ্ধির দাবিতে সাংবাদিক সম্মেলন রাঙ্গামাটি শহরের রেইনবো কফি হাউজ এন্ড রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়। পার্বত্য চট্টগ্রাম ছাএ পরিষদের সিনিযর সহসভাপতি কেন্দ্রীয় কমিটি মো,হাবিব আজমের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। নাগরিক কমিটি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ জেলা শাখার সভাপতি মুহাম্মদ সাব্বির আহম্মেদ সহ আরো অনেকে। বক্তারা বলেন, নাগরিক পরিষদের এ দাবি মানা না হলে তিন পার্বত্য জেলার সকল গোষ্ঠীর নাগরিকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। নেতৃবৃন্দ বলেন,সিইসিকে বলবো এ আইনটি বাতিল করে হালনাগাদ ভোটার তালিকার সময়সীসা বৃদ্ধি করার দাবি জানাচ্ছি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *