হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় উত্তর বলরামপুর মাদরাসা মাঠে ইফতার মাহফিলের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখার আমির ও কুমিল্লা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন সরকার, জেলা নির্বাহী সদস্য, আই-বি-ডব্লিউ-এফ এর তিতাস উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বলরামপুর ইউনিয়নের সভাপতি ক্বারী মোঃ আবুল হোসাইন, সেক্রেটারি মাওলানা আব্দুল বারী, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক আবুল বাশার প্রমূখ।
সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী
বলরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ মিজানুর রহমান মাষ্টার।
সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বলরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ারকান্দি ইউনিয়নের সভাপতি মাওলানা আবু ইউসুফ, বলরামপুর ইউনিয়নের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ, ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ সেলিম রেজা, ৭নং ওয়ার্ডের সভাপতি সুমন রায়হান, বলরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রচার সম্পাদক ডাঃ আব্দুর রহিম ও ক্রীড়া সম্পাদক মাহবুব সরকার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, রমজান মাস হলো, ধৈর্য ও প্রশিক্ষণের মাস। এক মাস সিয়াম সাধনার পর আল্লাহ তার বান্দাকে নিজ হাতে পুরষ্কার তুলে দিবেন। তাই আমাদের সকলকে সংযমী হতে হবে। ইসলামি শরীয়াহ মোতাবেক সমাজ বির্নিমাণে কাজ করতে হবে।