তাহিরপুরের বানিজ্যিক কেন্দ্র বাদাঘাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৪টি গুদাম পুড়ে ছাই

অর্থনীতি পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
তাহিরপুরের বানিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীরা জানান, বাদাঘাট বাজারের চাল পট্টিতে অবস্থিত একটি পলিথিনের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর গুদামের পাশে থাকা পৈলেনপুর গ্রামের হুমায়ুনের কাপড়ের গুদামসহ আরো দুটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় রাত আনুমানিক ২টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন নিয়ন্ত্রনে আসার আগে পর্যন্ত ৪টি গুদামের ঘড়সহ মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ধারনা করা হচ্ছে এই অগ্নিকান্ডের ঘঁনায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বাদাঘাট বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার জানান, কয়েকটি অগ্নিকান্ডের ঘঁনায় কয়েকটি গুদামঘড় মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, বানিজ্যিক কেন্দ্র বাদাঘাটে অগ্নিকান্ডের ঘটনাটি আমি শুনেছি। ওই গলিতে থাকা ৫টি গোডাউনের মধ্যে ৪টিই পুড়ে গেছে বলে খবর পেয়েছি। আমি কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করবো। তিনি আরো জানান, এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে অগ্নিকান্ডের কারন ও ক্ষয় ক্ষতির পরিমান নির্ধারন করা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.