মোঃ আতিকুর রহমান,সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
তাহিরপুরের শহীদ সিরাজ লেক, টাঙ্গুয়ার হাওরসহ পর্যটন স্থানগুলোতে ভ্রমণের ক্ষেত্রে পর্যটক ও পর্যটকবাহী নৌযানের জন্য ১০টি নির্দেশনা জারি করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। নৌ দূর্ঘটনা, করোনা ভাইরাসের সংক্রমন রোধ ও হাওরের পরিবেশ রক্ষায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা(ইউএনও) মো. রায়হান কবির মঙ্গলবার বিকালে এ নির্দেশনা জারি করেন। এর আগে টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকাচালক ও নৌকামালিকদেও সঙ্গে মতবিনিময় করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেইসবুক প্রোফাইলে প্রচারকৃত নির্দেশনায় উল্লেখ করা হয়, ভ্রমনের উদ্দেশ্যে যাত্রা শুরুর ছয় ঘণ্টা পূর্বে নির্ধারিত ফরমে নৌকার নাম, পর্যটকের সংখ্যা, যাত্রার সময় ও ফেরার সময় উল্লেখসহ তাহিরপুর থানা ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে জানাতে হবে। কোনো নৌযান অতিরিক্ত পর্যটক বা যাত্রী বহন করতে পারবেন না। ভ্রমণের সময় চালক ও পর্যটকদের সবাইকে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে।হাওরে কিংবা নদীতে কোনো পরিস্থিতিতে লাইফ জ্যাকেট ছাড়া নামতে পারবেন না। আবহাওয়া অনুকুল না থাকলে হাওরে কিংবা নদীতে ভ্রমণ করা যাবে না। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরন করতে হবে। পর্যটকবাহী প্রতিটি নৌকায় ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে, হাওর বা নদীর কোথাও ময়লা-আর্বজনা ফেলা যাবেনা।শব্দ দূষন হয় এমন উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। প্রতিটি নৌযানে পর্যটকদের জন্য মানসম্মত পরিবেশ, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সকল সুবিধা নিশ্চিত করতে হবে। ভ্রমণকালে পর্যটকেরা তাঁদের জিনিসপত্র নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন এবং নিজেদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সর্বদা সচেষ্ট থাকবেন।
উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমন শুরুর পর গত বছরের ১৯ মার্চ থেকে সুনামগঞ্জের সকল দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষোধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন।দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে গত বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিখ্যাত তাহিরপুরের সকল পর্যটন কেন্দ্র।এর পর থেকেই পর্যটকদের পদভারে মুখরিত তাহিরপুরের জাদুকাটা নদী, বারেকটিলা, হাওলি জমিদার বাড়ির ধবংশাবশেষ, জয়নাল আবেদীন শিমুল বাগান, রাজাই ঝর্ণাধারা, টেকেরঘাট শহীদ সিরাজ লেক, লাকমাছড়া, লালঘাট ঝর্ণাধারা, টেকেরঘাট স্কুল ঝর্ণাধারাসহ মাদার হেরিটেজ প্রকল্প টাঙ্গুয়ার হাওড়। বর্ষাকালে হাওড়ের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার কারনে বছরের এ সময়টায় পর্যটকদের ভিড় বেশি থাকে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির জানান, জারিকৃত নির্দেশনাগুলোর মধ্যে কিছু আগেও ছিল নতুন করে আরো কিছু যোগ করা হয়েছে। আমরা মূলত পর্যটন এলাকার পরিবেশ রক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছি। হাওরের প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কাজ কোনভাবেই করা যাবে না। আবার আগত পর্যটকদের নিরাপত্তা, সুযোগ-সুবিধার বিষয়টির দিকেও খেয়াল রাখতে হবে। সবকিছুকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্যই আমাদের এ উদ্যোগ।