তালায় মায়ের কিডনী সন্তানের প্রতিস্থাপন মায়ের মুখে হাসির ঝিলিক

আরো খুলনা তথ্য প্রযুক্তি সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

তালা সংবাদদাতাঃ
মায়ের কিডনী সন্তনের শরীরে। শ্যামলী ৩ নং রোডে সি,কে,ডি ইউরোলজী হাসপাতাল এর প্রতিষ্টাতা গরিবের ডাক্তার ২১ এর পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রফেসর ডাঃ কামরুল ইসলাম গত ২৫ শে ফেব্রুয়ারী টানা ১১ ঘন্টা কিউনী প্রতিস্থাপন করেন।

গত ১৯ শে জুলাই ২০২১ প্রথম তাকে চিকিৎসার জন্য উক্ত হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পিতা, মাতা , স্ত্রী এককন্যা ৪ জনের সংসার সেই থেকে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সুত্রে জনাযায়, রুবেল কে ২৫ শে জুন ১ মাস ১৫ দিনের ছুটি দেওয়া হবে। এরপর পুনরায় চেকআপ করার জন্য আসতে হবে। তালা শিবপুর মানব উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তালা প্রেসক্লাবের সভাপতি তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস,এম নজরুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল, জেলা সমাজসেবা অফিসার, প্রথম আলোর বাবু কল্যান ব্যানার্জী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার প্রাশান্ত কুমার, তালার মহিলা বিষয়ক অফিসার সামছুর নাহার তালার সকল সাংবাদিক সহ সকলের সহযোগিতায় রুবেল মোল্যা এখন প্রায় সুস্থ্য।

রুবেল মোল্যার খবর নিতে গিয়ে সাংবাদিক এস,এম নজরুল ইসলাম বলেন, তাঁর একমাত্র শিশু কন্যাে সাথে বসে আসেন। রুবেল মোল্যার তিনি বলেন, মানুষের কল্যানে যে টাকা ব্যায় করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সম্পদের পরিমান বৃদ্ধি করে দিবেন । মানব উন্নয়ন ফাউন্ডেশন সাবেক পরিচালক এস,এম কামরুল ইসলাম, এস,এম আকরামুল ইসলাম, এবং বর্তমান পরিচালক নিগার সুলতানা নিপা সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.