সাগর মোড়ল তালা, সাতক্ষীরা
তালার ঘোনায় পূর্ব শত্রুতার জেরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফিল্ম স্টাইলে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় গোপালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আছরাফুর রহমান সবুজ (২৪) মাথায় মারাত্নকভাবে রক্তাক্ত জখম হয়ে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল( শুক্রবার) জুম্মার শেষে ঘোনা খানপাড়া জামে মসজিদের সম্মুখে উক্ত হামলার ঘটনা ঘটে। এঘটনায় তালা থানায় এজাহার দাখিল করেছেন ভুক্তোভোগী আছরাফুর রহমান সবুজ (২৪)।
অভিযুক্তরা হলেন, তালার ঘোনা গ্রামের নজরুল শেখের ছেলে সাকিল শেখ (২৮), কাশেম শেখের ছেলে সাব্বির শেখ (২৪), মৃত মেনু শেখের ছেলে আকিজ শেখ (৪২), মৃত মুনছুর শেখের আসাদ শেখ (২৮),মিজান শেখ (৪৫), মৃত খোরশেদ শেখের ছেলে আমির শেখ (৪২), হারুন খানের ছেলে জুবায়ের খান (২৬), ছকিল উদ্দীন গাজীর ছেলে রাজু গাজী (২৭), গোপালপুর গ্রামের মৃত আহাদ আলী খানের ছেলে মিলন খান (২২) ।
ঘটনার বিবরণে প্রকাশ, উপরক্ত অভিযুক্তদের সহিত ভুক্তোভোগী আছরাফুর রহমান সবুজের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলে আসছিল। সেই ধারাবাহিকতায় প্রতিনিয়ত অভিযুক্তরা হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। তার প্রেক্ষিতে গত ২০/১১/২৪ ইং তারিখ তালা থানায় একটি সাধারণ ডায়েরী করেন ভুক্তোভোগী। যার নং-৮০৮। তার পর হতে অভিযুক্তরা আছরাফুর রহমান সবুজের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। সবুজের পরিবার দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ কূট পরিকল্পনা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার(৪ ই মার্চ) জুম্মার নামাজ শেষে অভিযুক্ত ওৎ পেতে থেকে পূর্ব পরিকল্পনা মোতাবেক হামলা চালায়। হামলার শিকার সবুজের মাথায় মারাত্নক রক্তাক্ত জখম হয়ে তালা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সবুজ মাথার আঘাতের ক্ষত মারাত্নক থাকায় ৬ টি সেলাই দিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রেখেছেন। এসময় ভুক্তোভোগীর পিতা আজিজুর রহমান ঠেকাতে আসলে তাকেও এলোপাতাড়ি ভাবে বেধড়ক মারপিট মারপিট করে।
এঘটনার বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোঃ শাহিনুর রহমান জানান, এ সংক্রান্ত একটি এজাহার থানায় দাখিল করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।