সাগর মোড়ল (তালা-সাতক্ষীরা) থেকেঃ
তালায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন ( এনজিএফ) এর আয়োজনে তেঁতুলিয়া শিশু উদ্যান তালার চত্বরে বিনামূল্যে তিন শত গবাদিপশুর ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুর দুই ঘটিকার সময় স্ট্রেনদেনিং রিসাইলেন্স অব লাইভস্টক ফারমার্স রিস্ক রিডিউসিং সার্ভিসেস প্রজেক্ট এর আওতায় সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তেঁতুলিয়ায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর বাস্তবায়নের বিনা মূল্যে গবাদিপশুর ভ্যাকসিন প্রদানের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকার খামারিদের তিন শতাধিক গবাদিপশুর এই ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
ফ্রী ভ্যাকসিন প্রদানের সময় এই ক্যাম্পে উপস্থিত ছিলেন নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন তালা শাখার ব্যাবস্থপক পরিচালক মোঃ মনিরুজ্জামান, অফিস সহকারী বরুন কুমার সরকার , মিজানুর রহমান। এল এস পি মোঃ আব্দুল আলিম ,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর তালা,সাতক্ষীরার সি.ই.এ.এল দেবাশীষ বিশ্বাস সহ ৬০ জন পশু খামারী উপস্থিত ছিলেন।
বিনামূল্যে এই গবাদিপশুর ভ্যাকসিন দুইশ ছাগলের পি পি আর রোগের ২শ টি টিকা ও একশ গরুর এফএম ডি (খরা) রোগের ১০০টি টিকা প্রদান করা হয়েছে।