দিরাই-শাল্লা প্রতিনিধি: তৌফিকুর রহমান তাহের।
সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা জাতীয় সংসদীয় আসন এর মনোনয়ন প্রত্যাশীরা এখন সবাই ঢাকায় অবস্থান করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষনা করা হয় ১৫ নভেম্বর সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ শে ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর।
প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এবং প্রতীক বরাদ্দ হবে ১৮ই ডিসেম্বর
উল্লেখ্য থাকে যে, তফসিল ঘোষণার পর সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসনের বর্তমান সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা,আব্দুল্লাহ আল- মাহমুদ আল-আমীন চৌধুরী, এড.অবনী মোহন দাস,অনুকূল চন্দ্র তালুকদার ডাল্টন,মিজানুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করছেন, এবং যে যার মত মনোনয়ন পাওয়ার জন্য ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় সহ হাই প্রোফাইল নেতাদের সঙ্গে লবিং করছেন। আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ৩০০ আসনে পাত্রীদের নাম ঘোষণা করবেন।
বর্তমান সংসদ সদস্য ড.জয়াসেন গুপ্তা মুঠোফোনে যোগাযোগ করলে বলেন,আমিই পাবো দিরাই শাল্লার মনোনয়ন।মিজানুর রহমান চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকেই দিরাই-শাল্লার মনোনয়ন দিবেন। জনাব, আব্দুল্লাহ আল মাহমুদ আল-আমীন চৌধুরী বলেন নমিনেশন যেহেতু সাবমিট করেছি, প্রত্যাশায় আছি। এডভোকেট অবনী মোহন দাস বলেন, দিরাই শাল্লার তৃণমূল আমার পক্ষে বাকীটা মাননীয় প্রধান মন্ত্রীর ইচ্ছা। অনুকূল তালুকদার ডাল্টন বলেন,দো’আ করো আশায় আছি।বাকীটা পরে জানাবো।আরো অনেকের সাথে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ সম্ভব হয়নি। (সুনামগঞ্জ)২ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ড.সামছুল ইসলাম চৌধুরী, তানভীর তুলি,প্রদ্যুত কুমার তালুকদার, এডভোকেট শামসুল হক রিপা সিনহা,সুবীর নন্দী প্রমূখ।