তজুমদ্দিনে ৫ জেলে অপহরণ। আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবী

আইন-অপরাধ আরো বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ
ভোলার তজুমদ্দিনের মেঘনায় হানা দিয়ে জলদস্যুরা ৫ জেলেকে অপহরণ করেছেন। অপহরণ হওয়া জেলেদের পরিবারের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করছে জলদস্যু বাহিনী।

মৎস্যজীবি ও অপহৃত জেলে পরিবার সুত্র জানায়, বুধবার ভোর রাতে উপজেলার চরমোজাম্মল এলাকার মেঘনা নদীতে মাছ ধরারত জেলেদের উপর হানা দেয় জলদস্যু বাহিনী। এসময় তজুমদ্দিন মাছ ঘাটের জেলে

আরিফ, সালাহউদ্দিন, আঃ রহমান, আবু মাঝী, ফারুক মাঝীসহ ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যু বাহিনী। পরে ফোন করে পরিবারে সদস্যদের কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করে।

অপহৃত জেলেদের পারিবারিক সুত্র আরো জানায়, এদেরকে ভোলা তুলাতলি চরে রাখা হয়েছে।

তজুমদ্দিন মাছঘাট সমিতি সভাপতি আবুল হাসেম মহাজন জানান, মাছ কম থাকায় নদীতে জেলের সংখ্যাও কম, ডাকাত কবলিত জেলেরা প্রশাসনিক হয়রানী এড়াতে ঘটনা গুলো গোপন রাখার চেষ্টা করে।

তজুমদ্দিন কোস্টগার্ড কমান্ডার বলেন, জেলেদের মাধ্যমে অপহরণের খবর শুনলেও আমাদেরকে কেহ প্রকৃত ঘটনা জানায়নি। ব্যাপারটি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.