তজুমদ্দিনের দুর্গম চরে সিত্রাং এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

আবহাওয়া আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

প্রতিনিধি (ভোলা)
ভোলা তজুমদ্দিনের বিচ্ছিন্ন দুর্গম চরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে ।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেলের ৩ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, মৎস্য কর্মকর্তা আমির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সমরজিৎ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুশান্ত কুমার চন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম বলেন, সিত্রাংয়ের প্রভাবে চরাঞ্চলের মানুষের বেশি ক্ষতি হয়েছে।
যার জন্য দুর্গম এ চরে দ্রুত চাল বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, এছাড়া কেউ যেন পানিবাহিত রোগে আক্রান্ত না হয়, সে দিকে লক্ষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারকেও খাদ্য সহায়তা প্রদান করা হবে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.