ঢাকায় পাচার কালে সুনামগঞ্জ থেকে ইয়াবাসহ একজন গ্রেফতার

আইন-অপরাধ আরো পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

এম আর সজিব সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযানে চার হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আরেক একজন পলাতক। গ্রেফতারকৃত হলেন ধর্মপাশা ও ইউপি সদর, ৮নং ওয়ার্ড কেশবপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুর রহমান আবির (২৬)। পলাতক আসামি হলেন শান্তিগঞ্জ থানার শিমুলবাক ইউনিয়নের সর্দারপুর গ্রামের মো. নুরুল আমিনের ছেলে জিয়াউর রহমান (৩১)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ এপ্রিল-২৫) রাত ১১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভের নেতৃত্বে একটি রেডিং টিম সুনামগঞ্জ সদর লঞ্চ ঘাটে অভিযান পরিচালনা করেন। অভিযানে ঢাকায় পাচারের উদ্দেশ্যে রাতের লঞ্চ ধরতে আসা একজনকে চার হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন।

পরবর্তীতে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রজু করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.