ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

আইন-অপরাধ আরো পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক, সি‌লেট।
সিলেটে প্রবাসীদের টেকসই অর্থনৈতিক উন্নয়ন, প্রবাসীদের সম্পৃক্ততা, সহযোগিতা এবং কৌশলগত প্রকল্প বাস্তবায়নে ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে প্রতিনিধিদল সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে ১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়, সিলেটে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা।

সভায় বক্তব্য রাখেন স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল এবং ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই ডিবিএ ডি.লিট। (ইবিএফসিআই) এর উপদেষ্টা প্রফেসর ড. মুসাদ্দেক এ চৌধুরী। জমজম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী। (ইবিএফসিআই) এর পরিচালক আথাইর খান। (ইবিএফসিআই) এর প্রতিষ্ঠাতা পরিচালক ও উপদেষ্টা অধ্যাপক ড. সাবাওয়ার চৌধুরী। (ইবিএফসিআই) এর নির্বাহী পরিচালক সাখাওয়াত আলী। (ইবিএফসিআই) এর আর্থিক পরামর্শক ও জমজম বাংলাদেশের পরিচালক সাব্বির চৌধুরী। (ইবিএফসিআই) এর পরিচালক মিজান চৌধুরী (কানাডা)। (ইবিএফসিআই) এর সদস্য মুজিবুর রহমান। (ইবিএফসিআই) এর কনসালটেন্ট আর্কিটেক্ট অ্যান্ড ডিজাইনার শাকুর মজিদ (বাংলাদেশ)। এশিয়ান স্মল বিজনেস ফেডারেশনের সভাপতি ও (ইবিএফসিআই) এর সহযোগী সদস্য এম এ গনি (দুবাই)। (ইবিএফসিআই) এর প্রেস অ্যান্ড মিডিয়া ক্রসপোডাবসি মোঃ শহিদুল ইসলাম।

ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই বলেন, বাংলাদেশ সরকারের সহযোগিতা পেলে যুক্তরাজ্য, ইউরোপ এবং সিলেট জেলার মধ্যে প্রবাসীদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার লক্ষ্য টেকসই অর্থনৈতিক, ব্যবস্থা গড়ে তোলা, সিলেটের মেগা প্রকল্পগুলোতে বিনিয়োগ ও উন্নয়নমানের প্রযুক্তি, স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা, নিরাপদ কর্মসংস্থান গঠন ও বিনিয়োগে প্রবাসীরা কাজ করতে আগ্রহ প্রকাশ করবেন, আমরা চাই আমাদের দেশ আরো বহুদূর এগিয়ে যাক।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেন, নিজ দেশে বিনিয়োগ করার জন্য প্রবাসীদের সরকারি ভাবে যত প্রকার সুযো-সুবিদা, নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস প্রদান করেন ও যার মধ্যে করমুক্ত বিনিয়োগ সুবিধা, এনআরবি বিনিয়োগ জোন স্থাপন, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং অর্থনীতিকে শক্তিশালী করার আহবান জানান এবং এনআরবি বিনিয়োগ জোন ও স্মার্ট সিটি: সিলেটে প্রবাসীদের জন্য ‘এনআরবি ইনভেস্টমেন্ট জোন’ এবং ‘স্মার্ট সিটি’ গড়ে তোলার প্রস্তাব রাখেন, যেখানে জমি ও কাগজপত্র সংক্রান্ত সমস্যা সমাধান করা হবে বলে উল্লেখ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *