ডেঙ্গু আক্রান্ত আরও ২৯১ জন, মোট মৃত্যু ৩৬ জনের

আববাওয়া আবহাওয়া পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ জন। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯১ জন। এর আগে শনিবার (২১ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ২৭৮ জন।
রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই নিয়ে চলতি মাসে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গুরোগী দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৩ জন। হাসপাতালগুলো থেকে পাওয়া তথ্যানুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪১ জন।
২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে শুধু ঢাকা বিভাগের হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছেন ২৫৯ জন। অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩২ জন।
২০১৯ সালে ডেঙ্গু রোগে ১৭৯ জনের মৃত্যু ও লক্ষাধিক মানুষ আক্রান্ত হওয়ার পর গত বছর সতর্ক অবস্থানে ছিল ঢাকার দুই সিটি করপোরেশন। তারপরও ২০২০ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ হাজার ৪০৫ জন, যাদের মধ্যে ৬ জন মারা যায়। গত বছর সংক্রমণের মাত্রা কম থাকলেও এ বছর পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.