দেশের ৮০ ভাগ মানুষকে আগামী ডিসেম্বরের মধ্যেই করোনা টিকার আওতায় আনা হবে। সেই লক্ষেই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হবে; যাতে আগামী জানুয়ারির মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথাগুলো বলেন।
তিনি এ প্রসঙ্গে আরো বলেন, টিকা গ্রহণের জন্য মানুষ যেভাবে সচেতন হয়েছে। ঠিক সেইভাবে মুখে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে এখনো সচেতন হননাই। শুধু টিকা নিলেই চলবে না, টিকা নেওয়ার পরেও সকলকে মাস্ক ব্যবহার করতে হবে।
সভায় করোনা বিষয়ে উপজেলার সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার ওসি হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের প্রধানগণ।