ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার

অর্থনীতি আন্তর্জাতিক আরো জাতীয় পরিবেশ
শেয়ার করুন...

চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৮ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দৈনিক গড়ে এসেছে প্রায় ৯ কোটি ৮৭ লাখ ডলার।

রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত অক্টোবর ও নভেম্বর মাসের একই সময়ের তুলনায় চলতি ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

অক্টোবরে প্রথম দুই সপ্তাহে এসেছিল ১১২ কোটি ৮৪ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ১০৯ কোটি ৭৬ লাখ ডলার। সেখানে চলতি মাসে এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার, যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নির্দেশ করে।

ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্সের বড় অংশটি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।
– বেসরকারি ব্যাংকগুলো: ৮৬ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলার
– রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো: ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার
– বিশেষায়িত ব্যাংকগুলো: ৬ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার
– বিদেশি ব্যাংকগুলো: ৩৮ লাখ ৮০ হাজার ডলার

৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার।

গত জুন মাসে রেকর্ড ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। তবে জুলাইয়ে এই পরিমাণ নেমে আসে ১৯১ কোটি ডলারে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল।

অন্তর্বর্তী সরকার গঠনের পর রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেতে শুরু করে। আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ডলার এবং সেপ্টেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স আসে। অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার এবং নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

বিশ্লেষকরা মনে করেন, হুন্ডি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিলে প্রবাসী আয় আরও বাড়তে পারে। প্রবাসীদের জন্য সহজতর সেবা নিশ্চিত করতে পারলে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.