আরিফুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি
বিজয়ের মাসে অসহায়দের পাশে ডক্টর সার্ভিস ইন রংপুর স্বেচ্ছাসেবী সংগঠন।
২৬ শে মার্চ স্বাধীনতা দিবস এ পারহরিনা গ্রাম যুব সমাজ ও ৯ নং ওয়ার্ডের জনসাধারণের আয়োজনে ব্যতিক্রমী উদ্যোগ নেন ডক্টর সার্ভিস ইন রংপুর।
২৬ মার্চ বিজয় দিবস উপলক্ষে অসহায় দের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠনটি।
রেনেসা হেল্প কেয়ার এর উদ্যোগে ভাদুড়িয়া শিমর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে সকাল ১১ টা থেকে বিকেল ৫ পর্যন্ত এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্প এ উপস্থিত ছিলেন সংগঠন এর চেয়ারম্যান ডা:আব্দুল্লাহ আল হাসান। তিনি জানান,”আমরা আমাদের সংগঠন এর মাধ্যমে রংপুর বিভাগের সকল উপজেলায় ফ্রী মেডিকেল ক্যাম্প এবং ব্লাড গ্রুপ টেস্ট করে থাকি,এছাড়াও যেকোন ডক্টর এর সিরিয়াল নিতে,কিংবা এমার্জেন্সী এম্বুলেন্স সার্ভিস আমরা দিয়ে থাকি।আর এগুলো সব সম্ভব হচ্ছে আমাদের একঝাক তরুন সেচ্ছাসেবী দের কারনে যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সেব সমুহ প্রদান করে আসছি।তাদরে নাম উল্লেখ না করলেই নয়,,জুয়েল,অনিক,বিপ্লব,সাকিবুল হাসান,আরিফুল ইসলাম(আরিফ),নুর ইসলাম নীরব,মানিক ঘোষ,মাসুদ রানা,হুমায়ুন আহম্মেদ ইফতি,নাজমুল ইসলাম নাইম,নাজমুল ইসলাম, মোবাশ্বের আলম,সহ আরো সকল সদস্যবৃন্দু।সকলে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করে আসছে।একদিন সারা বাংলাদেশ এ পৌঁছে যাবে আমাদের সেবা সমুহ।
চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃআবদুল্লাহ আল হাসান,ডাঃমেহেদী হাসান,ডাঃদুলাল আহমেদ,ডাঃআকতারুজ্জামান,ডাঃরুমানা আকতার,ডাঃজামিরুল ইসলাম।
ফ্রি চিকিৎসা সেবা পেয়ে সংগঠনিক প্রশংসা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চিকিৎসা নিতে আসা অসহায় এলাকাবাসী।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বায়েজিদ আহমেদ (কাবা)।
এসময় Doctors Services In Rangpur সেচ্ছাসেবী সংগঠন টির অন্যতম সদস্য রিমন,রাসেল,আইয়ুব সহ অর্ধ শতাধিক সেচ্ছাসেবী থেকে ক্যাম্পিং পরিচালনা করেন।উক্ত ক্যাম্পিং এ ২৫০+ অসহায় রোগীকে ফ্রী চিকিৎসা প্রদান করা হয়।