আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশাল পরিসরে উদ্বোধন করা হলো জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ২:৩০এ ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম (বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়, ঢাকা উত্তর শাখা বিএনপি’র আহবায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক)জনাব মোঃফরহাদ হোসেন আজাদ (বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল রিলেশন কমিটির ভাইস চেয়ারম্যান) জনাব মোঃ ফয়সাল আমিন(বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র)জনাব মোঃসৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির( বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়)জনাব মোঃ, বাংলাদেশ ফুটবল শরিফুল ইসলাম শরিফ (ফেডারেশনের ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য ও ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি)এছাড়াও জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক, সাবেক কৃতী খেলোয়াড়সহ জেলার ফুটবলপ্রেমি দর্শকেরা উপস্থিত ছিলেন।
জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২৫ এর প্রধান অতিথি জনাব মোঃ ফখরুল ইসলাম আলমগীর বলেন ফুটবল খেলা সারা দেশের একটি জনপ্রিয় খেলা। কিন্তু আমরা এসব থেকে দীর্ঘ সময় পিছিয়ে ছিলাম।,কিন্তু এখন থেকে প্রতিটি জায়গায় এমন খেলার আয়োজন করা হবে।তিনি বলেন আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি,শরীর মন ভালো রাখার জন্য খেলাধূলার প্রয়োজন আছে,,,তিনি এমন খেলাধূলার যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্য শেষে স্বল্প পরিসরে বক্তব্য রাখেন অনেকে
জানা যায় টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি সাংগঠনিক জেলা বিএনপি ফুটবল দলঅংশ গ্রহন করবে। উদ্বোধনী দিতে ১৬ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা বিএনপি টিম প্রতিদ্বন্দিতা করবে পঞ্চগড় জেলা বিএনপি টিমের সাথে। অন্যান্য টিমগুলো হলো ঠাকুরগাঁও জেলা বিএনপি, সৈয়দপুর জেলা বিএনপি, লালমনিরহাট জেলা বিএনপি, কুড়িগ্রাম জেলা বিএনপি, গাইবান্ধা জেলা বিএনপি ও রংপুর জেলা বিএনপি টিম।