ট্রেন দূর্ঘটনায় নির্বাচন কমিশনের ১১ সদস্য আহত

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম জাতীয় পরিবেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুরে দুটি ট্রেনের সংঘর্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ১১ কর্মকর্তা- কর্মচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনের প্রশিক্ষণ শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ১২ জন কর্মকর্তা সোনার বাংলা ট্রেনে ঢাকায় ফিরছিলেন।

ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম।
তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় প্রাণে বেঁচে আছি। আমরা সব কিছুর নিচে চাপা পড়েছিলাম। পরে লোকজন আমাদেরকে টেনে বের করে এনেছে। এমনিতে শরীরে আঘাত পেলেও তা খুব গুরুতর নয়। আল্লাহ আমাদের উদ্ধার করেছেন।
রৌশন আরা বেগম আরো বলেন, ট্রেনে আমরা ১২জন ছিলাম। আপাতত আমরা একটি দোকানে আশ্রয় নিয়েছি। আমাদের নেওয়ার জন্য কুমিল্লা জেলা নির্বাচন অফিসের গাড়ি আসতেছে।
আহত ইসি কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন- সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার পিএস হাবিবা আক্তার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙ্গামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এবং বাকিরা আইসিটি অনুবিভাগের।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.