টিকটক ভিডিও শেষে ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন যুবক

আরো কুমিল্লা চট্টগ্রাম তথ্য প্রযুক্তি সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
টিকটক ভিডিও করার পর মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন ৩নং প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের রফিকুল ইসলাম শান্ত (২৮)। তিনি লালমাই উপজেলার পূর্ব পেরুল ইউনিয়ন পেরুল গ্রামের দক্ষিণপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলাম শান্ত ৫ জন বন্ধুদের সঙ্গে লাকসাম জংশন এলাকায় ঘুরতে গিয়ে মোবাইল দিয়ে টিকটক ভিডিও বানাতে থাকেন। টিকটক বানানোর পরে রেললাইন উপর কানে হেডফোন লাগিয়ে কথা বলছিলেন শান্ত। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহারিকা এক্সপ্রেস জংশন ৩নং প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই তার সঙ্গে থাকা বন্ধুরা সবাই পালিয়ে যান।

রাসেদ নামে এক বন্ধু ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, রাজমিস্ত্রি কাজ শেষে আমরা ৫ বন্ধু রেলওয়ে জংশন এলাকা ঘুরতে আসি। এ সময় রফিকুল ইসলাম শান্ত বলে আমরা একসঙ্গে টিকটক বানাবো। টিকটক শেষে রেললাইন থেকে প্লাটফর্মে উপরে ওঠে পড়ি। আর শান্ত রেললাইন দিয়ে মোবাইল কথা বলতে থাকে। পেছন দিক থেকে ট্রেন আসতে দেখে তাকে ডাকাডাকি করি। এ সময় ট্রেনে কাটা পড়ে শান্তর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.