জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নবীগঞ্জ নি¤œাঞ্চল দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেংগে যাওয়া সহ নানা আতংকে দিন পাড় করছেন দীঘলবাক ও পাহাড়পুরবাসী। গত ২-৩ দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেংগে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা। ইতিমধ্য কুশিয়ারা নদীর পাড়ের অনেকাংশে ভাঙ্গনও দেখা দিয়েছে। খবর পেয়ে ২ জুলাই (শুক্রবার) বিকাল ৫ টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঝুকিপূর্ণ বাঁধটি পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে দীঘলবাক এলাকার স্থানীয় এক ব্যাক্তির সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, টানা বৃষ্টিতে কুশিয়ারা নদীর পানি বেড়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বাঁধ ভেংগে যেতে পারে। নদীর পাড়ের অনেকাংশে ভাঙ্গগনও দেখা দিয়েছে আমরা নানা আতংকে দিন পাড় করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে যাতে বাঁধ না ভাঙ্গে, তার বাস্তব অবস্থা জানতে কুশিয়ারার পাহাড়পুর ও দীঘলবাক অংশ পরিদর্শন করেছি। পাহাড়পুর অংশ ঝুঁকি মুক্ত থাকলেও বেশি পানি হলে দিঘলবাক অংশে কিছুটা ঝুঁকি রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় আগাম প্রতিরোধ ব্যবস্থা জোরালো করতে অনুরোধ করা হয়েছে।