টাকা উত্তোলন হলেও লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান হয়নি

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

জাফর আহমেদ।। লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করার লক্ষ্যে প্রাক্তন ছাত্র ও বিভিন্ন মহল থেকে মোটা অংকের টাকা উত্তোলন হলেও বর্ষপূর্তির আয়োজন হয়নি। এনিয়ে লাকসামে জল্পনা-কল্পনার শেষ নেই।
১৯২৩ ইং সালে প্রতিষ্টিত অতুল হাইস্কুল পরবর্তীতে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় ২০২৩ ইং সালে ১০০ বছর পূর্তি হয়।
বর্তমানে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এই শতবর্ষ পূর্তি উদযাপনের লক্ষ্যে মোটা অংকের টাকা উত্তোলন করা হলেও শতবর্ষপূর্তি অনুষ্ঠান হয়নি।
লাকসাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হীরা, সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম ও শিক্ষক মোঃ শামসুল আলম শতবর্ষ পূর্তি উদযাপনের নামে ওই টাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে। খোঁজ নিতে গেলে এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। তবে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম জানিয়েছেন, তিনি ২০ হাজার টাকা উত্তোলন করেছেন, তার মধ্যে ২ হাজার টাকা ইউনুছ ভূঁইয়া দেননি। ৯ হাজার টাকা একটি সফটওয়্যার নির্মাণ খাতে খরচ করেছেন বাকি ৯ হাজার টাকা তার নিকট রয়েছে। শিক্ষক শামসুল আলম জানিয়েছেন তিনি ৩০ হাজার টাকারমত উত্তোলন করেছেন। তিনি আরো বলেন, ইউনুছ ভূঁইয়া, রফিকুল ইসলাম হীরা এবং সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরে যমুনা ব্যাংক লাকসাম শাখায় এবিষয়ে একটি হিসাব খোলা হয়েছে। ওই হিসাবে কিছু টাকা জমা আছে। তবে কত টাকা জমা আছে সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। ২৩ সালের আগস্ট মাসে বদলি হয়ে যায় সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। একই সালের ২৯ আগস্ট থেকে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন ফারজানা নওশীন। তিনি যোগদানের পর থেকে এই বিষয়টি শোনেননি এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাকে কোন কিছু জানানো হয়নি বলেও তিনি জানান। সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বদলি, ইউনুস ভুঁইয়া ও রফিকুল ইসলাম হীরা আত্মগোপনে এ অবস্থায় কারা কত টাকা উত্তোলন করেছেন, এই টাকা কার কাছে কোথায় আছে, শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আদৌ হবে কিনা বিষয়টি এখনো সুনির্দিষ্ট নয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.