ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত ১৫টি গ্রাম; পানিবন্দি হাজারো মানুষ

আববাওয়া আবহাওয়া আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

ঝিনাইগাতী সংবাদদাতাঃ শেরপুরের ঝিনাইগাতীতে গতরাত থেকে ৯জুন সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলা সদর সহ ১৫টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে।

সরেজমিনে পরিদর্শনকরে জানা যায় ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি মহারশি ও সোমেশ্বরী নদীর বিপদ সীমার উপরে অতিক্রম করে রামেরকুড়া এলাকায় বাঁধ ভেঙে যায়। ফলে প্রবল স্রোতে ঝিনাইগাতী বাজারে পানি ঢুকে বাজার সহ রাস্তায় ৩ফুট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে ব্যাবসায়ীদের দোকানের ফ্লোরে রাখা নিত্যপণ্য সব মালামাল।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউ এনও) ফারুক আল মাসুদ বলেন, আকস্মিক বন্যায় উপজেলা পরিষদে পানি ঢুকে সরকারি দপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি উপজেলা নির্বাচন অফিসের ইভিএম সহ বৈদ্যুতিক মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।

বন্যায় প্লাবিত এলাকাগুলো হচ্ছে ঝিনাইগাতী সদর, ডাকাবর, রামেরকুড়া, চতল, বনগাও, দারিয়ারপাড়, কালিনগর, আহম্মদনগর, কালীবাড়ি, দুপুরিয়া, দোহালিয়া, আয়নাপুর, বগাডুবি ও গড়জরিপা, এসব এলাকায় পানিবন্দি হাজারো মানুষ।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.