ঝালকাঠি প্রতিনিধিঃ- গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডু, দেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার মধ্যে এটি অন্যতম। এই খেলা গ্রামাঞ্চলে অধিকতর জনপ্রিয় হওয়ায় একে গ্রামবাংলার খেলাও বলা হয় এই খেলা এখন বিলুপ্তর পথে। ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন পরিষদে উদ্যোগে পরিষদ মাঠে গ্রামবাংলার প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি জাতীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। রানাপাশা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ও ইউনিয়ন পরিষদ এর মধ্যে দুই দলে খেলোয়াড়দের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। এ হাডুডু খেলা তিনদিন ব্যাপী চলবে। খেলা শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন রানাপাশা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হামিদ মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাস্টার। উক্ত খেলা দেখতে আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত দর্শক উপস্থিত হয়। আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহি হাডুডু খেলা উপভোগ করে দর্শকশ্রোতারা।