ঝালকাঠির নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

আবহাওয়া আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেনপানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। গতকাল শুক্রবারবিকেলে শহরের প্রবেশদ্বার সুতালড়ি ঘাট থেকে স্পীডবোটে তিনি সুগন্ধা নদীরবিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন করেন। আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্যআমির হোসেন আমুর পরামর্শে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সফরকরেছেন বলে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.রাকিব হোসেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার নদী ভাঙন ঠেকাতে ও নাব্যতা ফিরিয়েআনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নদী ভাঙনে যাদের বসত ভিটা বিলীন হয়তাদের মত কষ্ট আর কারও নেই। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরাযেখানেই নদী ভাঙনের খবর পাই সেখানেই ছুটে যাই।এ সময় তাঁর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেটখান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, পৌর মেয়র মো. লিয়াকতআলী তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবহোসেনসহ সরকারি কর্মকর্তারা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.