ঝালকাঠিতে সিরিজ বোমা হামলা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

আরো বরিশাল রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

এইচ এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠিঃ
দেশের অন্যান্য জেলার ন্যায় ২০০৫ সালের১৭ আগস্ট ঝালকাঠিতে একযোগে ৫টি স্থানে বোমা হামলাচোলিয়েছে।এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশকরেছে জেলা আওয়ামী লীগ। বুধবার সকোল ১১ টায় শহরের ফায়ারসার্ভিস মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলাআওয়ামী লীগ,যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনেরনেতাকর্মীরা অংশ নেন।সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণসম্পাদক তরুন কর্মকার,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানহাবিল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খশরু নোমান,জেলাআওয়ামী লীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান,জেলাযুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির,যুবলীগ নেতা কামালশরিফ,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ওসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ প্রমুখ।বক্তারা বলেন দেশকে সন্ত্রাস ও নাশকতা ক্ষেত্র তৈরী করার জন্যতৎকালীন জোট সরকারের মদতে সারাদেশ জুড়ে বোমা হামলাচালান হয়েছিল। এবং তারই অংশ হিসেবে ঝালকাঠি শহরে জেলা জজআদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয়, আইনজীবী সমিতি,সদর উপজেলা পরিষদ চত্বর ও বিকনা টেম্পোস্ট্যান্ডে এ বোমাবিস্ফোরণের ৫টি স্পটে হামলা চলে পুলিশসহ ৫জন আহত হয়েছিল। এইচ এম নাসির উদ্দিন আকাশ

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.