এইচ এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠিঃ
দেশের অন্যান্য জেলার ন্যায় ২০০৫ সালের১৭ আগস্ট ঝালকাঠিতে একযোগে ৫টি স্থানে বোমা হামলাচোলিয়েছে।এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশকরেছে জেলা আওয়ামী লীগ। বুধবার সকোল ১১ টায় শহরের ফায়ারসার্ভিস মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলাআওয়ামী লীগ,যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনেরনেতাকর্মীরা অংশ নেন।সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণসম্পাদক তরুন কর্মকার,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানহাবিল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খশরু নোমান,জেলাআওয়ামী লীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান,জেলাযুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির,যুবলীগ নেতা কামালশরিফ,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ওসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ প্রমুখ।বক্তারা বলেন দেশকে সন্ত্রাস ও নাশকতা ক্ষেত্র তৈরী করার জন্যতৎকালীন জোট সরকারের মদতে সারাদেশ জুড়ে বোমা হামলাচালান হয়েছিল। এবং তারই অংশ হিসেবে ঝালকাঠি শহরে জেলা জজআদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয়, আইনজীবী সমিতি,সদর উপজেলা পরিষদ চত্বর ও বিকনা টেম্পোস্ট্যান্ডে এ বোমাবিস্ফোরণের ৫টি স্পটে হামলা চলে পুলিশসহ ৫জন আহত হয়েছিল। এইচ এম নাসির উদ্দিন আকাশ