জালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকরেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রীআমির হোসেন আমু। এসময় আমির হোসেন আমু বলেছেন,আজকে সারাদেশে হিন্দুসম্প্রদায়ের শারদীয় দূর্গ পূজা উৎসব উৎসাহ উদ্দীপনায় পালিতহচ্ছে। আমরা বঙ্গবন্ধর নেতৃত্বে যে রাজনীতি করে আসছি তাঅসাম্প্রদায়িক রাজনীতি। রাষ্ট্রের সকল ধর্মালম্বীরা যার যার ধর্মসতস্ফুর্তভাবে সানন্দে পালন করবে এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এউদ্দেশ্য সাধন করতে গিয়ে মুক্তিযুদ্ধে একত্রিত ভাবে রক্ত দান করেছিলাম। আজকে সে দেশ রক্ষা,নীতি রক্ষা করবার দায়িত্ব আমাদেরসবাইরি। রবিবার রাতে মন্ত্রী শহরের হরিসভা,কালীবাড়ি ও আখড়া বাড়ী মন্দিরপরিদর্শনে যান। এ সময় তিনি আখড়াবাড়ী মন্দিরে একমতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী,জেলা পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগেরসভাপতি সরদার মোঃ শাহআলম,সাধারন সম্পাদক অ্যাডভোকেট খানসাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলাপরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌর মেয়র লিয়াকত আলীতালুকদার ওজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুনকর্মকার প্রমুখ। এ সময় জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ শত শতপুর্নাথীরা উপস্থিত ছিলেন।