ঝালকাঠিতে প্রবীণ হিতৈষী সংঘের বিনামুল্যে চিকিৎসা সেবা

পরিবেশ বরিশাল সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

এইচ এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠিঃ
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়া বিজ্ঞান প্রতিষ্ঠান ঝালকাঠি জেলা শাখার উদ্দ্যোগে
প্রবীনদেরকে বিনামুল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৮ টায় ইসলামীয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, ৯০ দশকের পর দেশে বিদেশী কালচার, আকাশ সংস্কৃতি আমাদেরকে অনেক ক্ষতি করেছে। বৃদ্ধ বয়সে সন্তানদের কাছ থেকে সেবা পেতে হয়ে প্রত্যেক বাবা মা’কে নিজ নিজ নিজ সন্তানদের মানুষ করতে হবে। করোনার দুই বছরে অনেক বয়স্ক ব্যক্তি তাদের সন্তানদের কাছ থেকে ভালো ও মন্দ দু’ধরনের শিক্ষা অর্জন করেছে। ডিসি আরো বলেন, বৃদ্ধ বয়সে সন্তানের উপর নির্ভর করতে হবে সেই মানসিকতা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ সংগঠনের সভাপতি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। সঞ্চালনা করেছেন, প্রবীণ হিতৈষী সংঘ ঝালকাঠির সাধারণ সম্পাদক এ্যড, গোলাম কিবরিয়া ঝন্টু।

এছাড়া নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ডা. মানষ কৃষ্ণ কুন্ড, ডা. মোহাম্মদ তৌফিক আনোয়ার, ড. ইয়াকুব হোসাইন, বীর মুক্তিযোদ্বা সত্যাবান সেন গুপ্ত সহ অনেকে বক্তব্য দিয়েছেন।

সকাল আটটা থেকে বেলা ১২ পর্যন্ত প্রবীণদের বিনামুল্যে চিকিৎসা সেবা এবং ঔঘধ বিতরণ করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *